খেলার সাথী
আমরা কত উন্নত জাত,
যা অনেক আছে জ্ঞাত।
পাড়া প্রতিবেশী যারা,
খেলার সাথী যে তারা।
অজোপাড়া গাঁয়ে যত ,
তাদের দুঃখ কষ্ট তত।
গরীব দুঃখী অসহায় ,
কাহারো যে নেই সহায়।
রাজধানীর ও লোক ,
সহ্য করে কত দুঃখ ।
অনেক ভ্যানগাড়ি তাতে ,
চালক শুয়েছে যাতে।
এই গাড়িগুলোতে দিনে ,
নানা রকম দোকান বনে।