আত্মীয়-স্বজন
আদর ও আহ্লাদের মেহমান,
অধীর আগ্রহে সব মেজবান।
রং বেরংগের করে যে সাজ,
পোশাকেও নেই কোন ভাজ।
আছে সাথে কত উন্নত গাড়ি,
আনন্দে যাবে অতিথির বাড়ি।
প্রসাধনীর কত বাহারি সুগন্ধ,
সকলের অন্তরে বেশ আনন্দ।
আগতদের অভ্যর্থনার পালা,
দাঁড়িয়ে রয়েছেন নিয়ে মালা।
টেবিলে হরেক রকম খাবার,
পানীয় দ্রব্য ফল মূল আবার।
খুশিতে যে শেরে ভূরিভোজন
একে অপরের আত্মীয়-স্বজন।