Google Map থেকে হাজার হাজার টাকা আয় সম্ভব! জানুন পদ্ধতি

অনেক নতুন ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যাদের ব্যবসা Google-এ নথিভুক্ত নেই।

এবার সেই সব ব্যবসাদারদের নাম লিস্টিং করে টাকা উপায় করতে পারেন। কীভাবে করবেন?

Google এর বিভিন্ন প্রডাক্টের মধ্যে অন্যতম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হল Google Map।

অচেনা জায়গায় কোনও কিছু খোঁজাখুঁজি হোক বা কোনও প্রত্যন্ত এলাকার রাস্তা ঘাট সম্পর্কে জানার জন্য Google Map-ই নির্ভরযোগ্য ভরসা।

সবাই নিজের কাজের জন্য ব্যবহার করলেও Google Map থেকে টাকা আয় করা সম্ভব।

কীভাবে করবেন? জানুন এই প্রতিবেদনে-

Google এর তরফে তাদের বিভিন্ন প্রডাক্টের মাধ্যমে আয় করার সুবিধা রয়েছে।

তবে Google Map এর ক্ষেত্রে সরাসরি Google থেকে আয় করার কোনও ব্যবস্থা নেই।

Google Map-এ কন্ট্রিবিউশন করলে এবং নির্দিষ্ট লেভেল পার করলেই বিভিন্ন গুডস পাঠায় সংস্থাটি।

সে ক্ষেত্রে কোনও টাকা পাওয়া যায় না। এছাড়াও কন্ট্রিবিউটারদের একটি করে স্টার মার্ক দেওয়া হয়।

নতুন কোনও জায়গা সংযোজন, নতুন ছবি সংযুক্তি- করণ, রিভিউ, প্রশ্ন-উত্তর সহ বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য পয়েন্ট দেয় Google।

নির্দিষ্ট গণ্ডি পার করলেই স্টার যুক্ত হয় কন্ট্রিবিউ- টারদের প্রোফাইলে।

কিন্তু ঘুর পথে Google Map থেকে আয় করা সম্ভব। কীভাবে জানুন-

Google Map-এ বিজনেস লিস্টিং করার প্রয়োজন হয়। এর ফলে যে কোনও ব্যবসায়ীদের আরও পরিচিত বাড়তে সুবিধা হয়।

স্থানীয় এলাকায় কোনও Google Map ব্যবহারকারী কোনও নির্দিষ্ট বিভাগের দোকান বা ব্যাবসায়িক প্রতিষ্ঠান সার্চ করলে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম Google Map-এ দেখা যাবে।

অনেক নতুন ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যাদের ব্যবসা Google-এ নথিভুক্ত নেই।

এবার সেই সব ব্যবসাদারদের নাম লিস্টিং করে টাকা উপায় করতে পারেন।

কীভাবে করবেন?

প্রথমে কোনও একটি এলাকা বাছাই করুন।

এরপর সেই এলাকায় কোন কোন ব্যাবসায়িক প্রতিষ্ঠান নথিভুক্ত নেই সেই তালিকা তৈরি করুন।

এর সঙ্গে সেই সব ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ফোন নম্বর অথবা মেইল আইডি জোগাড় করে রাখুন।

Google Map-এ লিস্টিং করে দেওয়ার জন্য সেই সব ব্যাবসায়িক প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব পাঠান।

এবং রাজি থাকলে Google এর নিয়ম এবং গাইডলাইন্স মেনে সেগুলি লিস্টিং করুন।

পুরো কাজটি করার জন্য এক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে 20 মার্কিন ডলার থেকে 50 মার্কিন ডলার হিসেবে চার্জ করতে পারেন।

ভারতীয় অঙ্কে যা প্রায় 1500 টাকা থেকে 3500 টাকার মধ্যে।

পুরো প্রক্রিয়াটির মাধ্যমে Google Map এর দ্বারা রোজগার করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *