Google Maps-এ ফটো বা ভিডিও যোগ করা, মুছে দেওয়া বা শেয়ার করা :
Google Maps আরও উন্নত করে তুলতে এবং আপনার পছন্দের ফটো ও সর্বাধিক ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও শেয়ার করতে, সেগুলি Google Maps-এ যোগ করুন।
আপনি যে কোনও সময়ে সেগুলি যোগ করতে অথবা সরিয়ে দিতে পারবেন।
আপনি ঠিকানা অথবা কোঅর্ডিনেটের সাথে ফটো বা ভিডিও যোগ করতে পারবেন না।
আপনি ফটো পোস্ট করলে, অন্যরা এগুলিও দেখতে পাবেন:
‘আমার সম্পর্কে’ পৃষ্ঠায় দেখানো আপনার নাম ;
Google Maps-এ যোগ করা আপনার অন্যান্য
ফটো ;
Google Maps-এ আপনার লেখা রিভিউ ;
আপনার ফটো বা ভিডিওতে লোকেশনের তথ্য ।
পরামর্শ: আপনি একজন স্থানীয় গাইড হলে, Google Maps-এ ফটো ও ভিডিও পোস্ট করে পয়েন্ট জিততে পারবেন।
কীভাবে খুব ভাল কোয়ালিটির রিভিউ ও ফটো পোস্ট করবেন তা জানুন।
Android কম্পিউটার iPhone ও iPad
Google Maps-এ ফটো বা ভিডিও যোগ করুন।
আপনি দ্রষ্টব্য স্থানের ফটো ও ভিডিওর মতো মিডিয়া যোগ করতে পারবেন, যেমন ব্যবসার জায়গা ও পার্ক।
আপনি এইসব জায়গাতেও মিডিয়া যোগ করতে পারবেন :
ঠিকানা ;
স্থানাঙ্ক ;
ব্যক্তিগত বাড়ি ;
ভৌগোলিক এলাকা।
জায়গার জন্য ফটো আপডেট করা সম্পর্কে আরও জানুন :
পরামর্শ: অপব্যবহারের চেষ্টা থেকে সুরক্ষিত রাখতে, কিছু উল্লেখযোগ্য স্থানের ফটো পোস্ট করার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
পোস্ট করার ব্যাপারে বিধি নিষেধ সম্পর্কে আরও জানুন।
“কন্ট্রিবিউট করুন” বিকল্প থেকে ফটো বা ভিডিও যোগ করুন।
আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ খুলুন।
অবদান রাখুন ট্যাপ করুন ।
“কন্ট্রিবিউট করুন” ট্যাবে, ফটো যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
ফটো বা ভিডিও পোস্ট করতে: একটি অথবা একাধিক ফটো বা ভিডিওতে ট্যাপ করুন।
ফটো বা ভিডিওর লোকেশন এডিট করতে: জায়গার নামের উপরে ট্যাপ করুন, তারপর আলাদা একটি জায়গা বেছে নিন।
পোস্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: Google Maps-এ ফটো বা ভিডিও যোগ করার বিষয়ে সাজেশন পেতে, Google Photos অ্যাপ ইনস্টল করা আছে কিনা এবং তার সাথে ব্যাক-আপ ও সিঙ্ক এবং লোকেশন ইতিহাস বিকল্প চালু আছে কিনা তা ভাল করে দেখে নিন।
জায়গার পৃষ্ঠা থেকে ফটো বা ভিডিও যোগ করুন ;
আপনার Android ডিভাইসে, Google Maps খুলুন।
কোনও একটি জায়গার পৃষ্ঠায় যেতে, একটি বেছে নিন:
সার্চ ফিল্ডে, জায়গার নাম লিখুন।
ম্যাপে, জায়গাটির উপর ট্যাপ করুন।
স্ক্রিনের নিচের দিকে জায়গার নাম বা ঠিকানার উপর ট্যাপ করুন।
নিচের মেনু বার বাঁদিকে টানুন।
ফটো  একটি ফটো যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
আপনি কী করতে চান তা বেছে নিন:
গ্যালারি থেকে ফটো বা ভিডিও বেছে নিতে, ফোল্ডারে ট্যাপ করুন।
নতুন ফটো বা ভিডিও তুলতে, ক্যামেরায় ট্যাপ করুন।
Google Photos বা আপনার Gallery অ্যাপ থেকে ফটো বা ভিডিও যোগ করুন।
আপনার Android ডিভাইসে, Google Photos বা আপনার Gallery অ্যাপ খুলুন।
যে ফটো বা ভিডিওটি যোগ করতে চান তাতে ট্যাপ করুন।
স্ক্রিনের নিচে, শেয়ার করুন  Maps-এ যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
স্ক্রিনের উপরে, একটি জায়গা বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
ছবিটি কোথায় তোলা হয়েছে তা বেছে নিন।
স্ক্রিনের উপরে ডানদিকে, পোস্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
Google Maps-এ আপনার ফটো বা ভিডিও খুঁজুন
Google Maps-এ আপনি যা শেয়ার করেছেন সেগুলি দেখতে:
আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ  খুলুন।
অবদান রাখুন   কন্ট্রিবিউশন দেখুন বিকল্পে ট্যাপ করুন।
Google Maps অ্যাপে ফটো বা ভিডিও মুছুন।
Google Maps থেকে ফটো মুছে দিলে Google Search থেকেও সেটি অটোমেটিক মুছে যাবে।
ফটো বা ভিডিও মুছতে:
আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ  খুলুন।
অবদান রাখুন   কন্ট্রিবিউশন দেখুন বিকল্পে ট্যাপ করুন।
আপনি যে ফটো বা ভিডিও মুছতে চান তা বেছে নিন।
উপরে ডানদিকে, ‘সরান   মুছুন’ বিকল্পে ট্যাপ করুন।
Google Maps থেকে আপনি ফটো বা ভিডিও মুছে দিলেও সেগুলি নিম্নলিখিত জায়গা থেকে অটোমেটিক মুছে যাবে না:
আপনার ফোন বা ট্যাবলেটের গ্যালারি ;
Google Photos, যদি আপনার ব্যাক-আপ এবং সিঙ্ক চালু থাকে ;
Google Drive, যদি আপনার সিঙ্ক চালু থাকে ;
Business Profile থেকে ফটো বা ভিডিও যোগ করুন বা মুছুন।
আপনি যদি ব্যবসার মালিক হন এবং ব্যবসাটি যাচাই করা থাকে, তাহলে কীভাবে আপনার ব্যবসার ফটো যোগ করবেন অথবা মুছবেন তা জানুন।
কোনও ফটো বা ভিডিও সহায়ক বা সহায়ক নয় হিসেবে চিহ্নিত করুন।
আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ  খুলুন।
কোনও জায়গা খুঁজুন বা ম্যাপে সেটিতে ট্যাপ করুন।
নিচে, জায়গার নাম বা ঠিকানাতে ট্যাপ করুন।
উপরে, Photos বিকল্পে যান।
এর মধ্যে থেকে বেছে নিন:
ফটো বা ভিডিও সহায়ক হিসেবে চিহ্নিত করতে, সহায়ক  বিকল্পে ট্যাপ করুন।
লেখককে জানানো হয়েছে, তবে আপনার নাম এবং তথ্য শেয়ার করা হয়নি।
ফটোর জন্য ‘উপযোগী’ হিসেবে দেওয়া ভোটের মোট সংখ্যা শেয়ার করা হয়নি।
ফটো বা ভিডিও সহায়ক নয় হিসেবে চিহ্নিত করতে, সহায়ক নয়  বিকল্পে ট্যাপ করুন।
লেখককে জানানো হয়নি এবং ফটোর জন্য ‘উপযোগী নয়’ হিসেবে দেওয়া ভোটের মোট সংখ্যা শেয়ার করা হয়নি।
ملاحظات:
لإزالة تصويتك، انقر على الرمز مرة أخرى.
إذا كانت الصورة أو الفيديو غير قانونيَّين أو ينتهكان سياسة Google، يمكنك الإبلاغ عنهما.
ভিডিও অটোপ্লে চালু অথবা বন্ধ করা
‘প্রোফাইল আইকন   সেটিংস   ভিডিও সেটিংস’ বিকল্পে ট্যাপ করুন।
অটোপ্লে চালু অথবা বন্ধ করতে, ‘টগল করুন’ বোতামে ট্যাপ করুন।
Google Maps-এ ফটো বা ভিডিও সম্পর্কে রিপোর্ট করুন
গুরুত্বপূর্ণ: নীতি লঙ্ঘনকারীদের Google Maps থেকে দূরে রাখতে, আমরা ব্যবহারকারীর কন্টেন্ট মডারেট করি।
আমরা কোনও নীতি লঙ্ঘিত হয়েছে বলে দেখলে সেটি পর্যালোচনা করা এবং সরানোর জন্য বিবেচনা করি।
Google Maps-এর ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট নীতি সম্পর্কে আরও জানুন।
Google Maps-এ আপনি যদি অনুপযুক্ত বা সঠিক নয় এমন কিছু দেখে থাকেন তাহলে সেটি আমাদের জানাতে পারেন।
কোনও জায়গা খুঁজুন বা ম্যাপে সেটিতে ট্যাপ করুন।
স্ক্রল করে ফটো বিভাগে যান, তারপর যে ফটো বা ভিডিও সম্পর্কে রিপোর্ট করতে চান তা বেছে নিন।
উপরের ডানদিকে, ‘রিপোর্ট করুন’  বিকল্পে ট্যাপ করুন।
আপনি কেন রিপোর্ট করতে চান সেই কারণটি বেছে নিন অথবা লিখুন।
Maps ব্যবহারকারীর কন্ট্রিবিউট করা কন্টেন্ট সম্পর্কিত নীতির বিষয়ে আরও জানুন।
পরামর্শ: আপনি ব্যবসার মালিক হলে ফটো সরানোর জন্য অনুরোধ করতে পারবেন। ফটো মুছে ফেলার অনুরোধ সম্পর্কে আরও জানুন।
এই নিবন্ধ সম্পর্কে মতামত জানান
এতে কি কোনও সুবিধা হল?
হ্যাঁ না
Help
আপনার Google Maps প্রোফাইল দেখা ও এডিট করা ;
Google Maps-এ অবদান রাখুন পয়েন্ট জিতে নিন ;
Google Maps-এ ফটো বা ভিডিও যোগ করা, মুছে দেওয়া বা শেয়ার করা ;
Google Maps-এ রিভিউ ও রেটিং যোগ, এডিট করা অথবা মোছা ;
Google Maps-এ আপনার এডিট খোঁজা ;
উল্লেখ করা নেই এমন জায়গা Google Maps-এ যোগ করুন ;
Google Maps-এ ব্যবসার তথ্য এডিট করুন ;
Google Maps-এ বিভিন্ন ধরনের রান্নার পদ সম্পর্রকিত তথ্য যোগ করা ও তা এক্সপ্লোর করা।
Answer questions and improve Google Maps
Google Maps-এ কোনও জায়গা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা ও উত্তর দেওয়া ;
Add to Google Maps and earn badges
Google Maps-এ আপনার কন্ট্রিবিউশন কে ম্যানেজ করেন তা কন্ট্রোল করা ;
Google Maps প্রোফাইল ফলো করা ;
‘অবদান রাখুন’ ট্যাব ব্যবহার করুন।
অ্যাট্রিবিউট সম্পর্কে ;
উল্লেখ করা হয়নি এমন ঠিকানা লিখুন বা ভুল পিন লোকেশন সংশোধন করুন ;
কোনও একটি জায়গার ফটো আপডেট পোস্ট করা ;
আপনার iPhone অথবা iPad-এ ফটো সংক্রান্ত অনুমতি সেট করুন ;
Google Maps-এ জায়গা সম্পর্কে তথ্য চেক করা ;
খুব ভাল কোয়ালিটির রিভিউ লেখা ও ফটো কন্ট্রিবিউট করার জন্য পরামর্শ।
Google Maps-এ কোনও জায়গা ‘আবার খোলা বা বন্ধ করা হয়েছে’ হিসেবে চিহ্নিত করুন ;
Google Maps-এ জায়গার ভিডিও খুঁজে দেখা ;
Google Maps অ্যাপের কমিউনিটি চ্যালেঞ্জে যোগ দেওয়া।