Home অনলাইনে ইনকাম টুইটার থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়।
টুইটার থেকে টাকা ইনকাম – আজকাল প্রায় সকলেই আমরা টুইটার ব্যাবহার করি।
অনলাইনে এখনকার দিনে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে থাকে, এ রকম যতগুলি মাধ্যম আছে টাকা income করার তার মধ্যে একটি হলো আমাদের আজকের টুইটার।
টুইটার হলো একটি সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যেমন ভাবে আমরা whatsapp, ফেসবুক ইত্যাদি ব্যাবহার করি ঠিক তেমন ভাবে ব্যবহার করার একটি সামাজিক মাধ্যম হলো টুইটার।
যেমন ফেসবুক ব্যাবহার করার জন্য আপনাকে একটি একাউন্ট বানাতে হয়, ঠিক তেমন টুইটার কে ব্যাবহার করার জন্য একটি টুইটার একাউন্ট বানানো প্রয়োজন।
টুইটার অ্যাকাউন্ট খোলা তেমন কোনো কঠিন কাজ নয়, খুব সহজেই টুইটার একাউন্ট খোলা যায়।
আপনি আপনার মোবাইল নম্বর বা ইমেইল আইডি কে ব্যবহার করে ও একটি টুইটার একাউন্ট বানাতে পারেন।
টুইটারকে ব্যবহার করার জন্য একটি ইউজার নাম দিতে হয়, যে নামটি ইউনিক হতে হবে।
অর্থাৎ ওই নাম শুধু আপনি ব্যাবহার করতে পারেন, যদি আগে থেকে ওই নাম কেউ দিয়ে থাকে তবে আপনি সেই নাম কে আর আপনার ইউজার নেম হিসাবে ব্যবহার করতে পারবেন না।
টুইটারে ও আপনি ফেসবুকের মতো কোনো বিশেষ মানুষকে ফলো করতে পারেন, এবং তার সমস্ত ধরনের টুইটগুলি আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন।
এমন কি সেই সকল পোষ্ট বা টুইটগুলিকে আপনি অনায়াসে লাইক, কমেন্ট করতে পারেন।
আশা করি টুইটার সম্পর্কে আপনার কিছুটা ধারণা হলো।
কিন্তু এটাও আপনার জানা উচিত যে এই সকল সোশ্যাল মাধ্যমের সাহায্যে বর্তমানে প্রচুর টাকা income করা সহজ।
চলুন দেখে নিই, টুইটার থেকে কিভাবে টাকা income করা যায়
বি-এ-ম্যাগপাই-এ তিন ধরনের স্পনসর্ড টুইট থাকে। পে-পার-ভিউ, পে-পার-ক্লিক এবং পে-পার-অ্যাকশন।
নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ধরনের টুইটের কী কাজ।
আপনি এ গুলোর যে কোনো একটি সিলেক্ট করে রাখতে পারেন অথবা সবগুলোকেই allow করে রাখতে পারেন।
পছন্দ আপনার। বি-এ-ম্যাগপাই আপনাকে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করবে।
এ জন্য আপনার ন্যূনতম ব্যালেন্স হতে হবে ৫০ ডলার।
আপনি আপনার ব্যালেন্স দিয়ে প্রয়োজনে বি-এ-ম্যাগপাই নেটওয়ার্কে অ্যাডভার্টাইজিংয়ের কাজেও লেগে যেতে পারেন।
এছাড়াও রেফারাল অপশন তো রয়েছেই। RevTwt, www.revtwt.com অনেকটা বি-এ-ম্যাগপাই-এর মতোই।
প্রতিটি ভ্যালিড ক্লিকের জন্য রেভিনিউ টুইট দিয়ে থাকে ০.০৪ ডলার থেকে ০.২০ ডলার।
বিজ্ঞাপনী টুইট আপডেট হওয়ার আগে চাইলে আপনি দেখে নিতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকে।
এছাড়াও ইচ্ছে করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতেও বিজ্ঞাপনী টুইট পাওয়া মাত্র আপডেট করতে পারবেন আপনি।
রেভিনিউ টুইট পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে।
আপনার ব্যালেন্স ন্যূনতম ২০ ডলার হলেই আপনি টাকা পেয়ে যাবেন।
এছাড়া চেকের মাধ্যমেও টাকা দিয়ে থাকে রেভিনিউ টুইট।
সে ক্ষেত্রে আপনাকে আপনার ব্যালেন্স ১০০ ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লক্ষ্যণীয় টুইটার থেকে আয়ের ব্যাপারটি এখনও প্রায় নতুন।
যেহেতু বাংলাদেশে বা অন্যান্য ছোট দেশগুলি এখনো টুইটার ততোটা জনপ্রিয়তা পায়নি, তাই প্রাথমিক দৃষ্টিতে এটিকে স্বপ্নের মতোই মনে হতে পারে। টুইটার থেকে বড় অংকের টাকা আয় করা সম্ভব।
আমেরিকান সেলিব্রেটি Kim Kardashian তার প্রতিটি টুইট এর মাধ্যমে ad.ly থেকে $10,000 পান।
তবে এটাকে আপনি অপ্রত্যাশিত আয় বলে ধরে রাখতে পারেন।
কারন Kim Kardashian এর যেখানে ২০ লাখ এর বেশি ফলোয়ারস রয়েছে, সেখানে কয়েকশো ফলোয়ার্স দিয়ে আয় করার চিন্তাটা বোকামি।
তবে ধীরে ধীরে বিপুল সংখ্যক সক্রিয় ফলোয়ার পেলে আপনিও আয় করতে পারেন।।
আমার মতামত :: আজ আমরা এখানে জানলাম কি করে টুইটার থেকে অনলাইনে টাকা income করা যায়।
এই একই পথ অবলম্বন করে পৃথিবীতে বহু মানুষ মাসে কয়েক লক্ষ টাকা income করে থাকে।
সুতরাং টুইটার থেকে টাকা ইনকাম করা আপনার জন্য খুব একটা কঠিন কাজ হবে না যদি আপনি এই সকল পদ্ধতি গুলি মেনে টুইটার থেকে টাকা income করতে চান।
যদি এর থেকে বেশি সাহায্য প্রয়োজন হয় তবে কমেন্ট করে জানাবেন অবশ্য আমি আপনাদের পুরো স্টেপ করে বোঝানোর চেষ্টা করবো যে কি ভাবে টুইটার থেকে টাকা income করতে হয়।
আমাদের এই website টিতে প্রযুক্তি গত বিভিন্ন, বিষয় গুলি কে সহজ করে বোঝানোর চেষ্টা করা হয়।
যদি ভালো লাগে তাহলে অন্যান্য পোষ্ট / আর্টিকেল গুলি দেখতে পারেন , ধন্যবাদ।