অন্তর জ্বালা পোড়া
কাউকে হাসাতে পারো না যদি কেহ
কখনো তাকে কাঁদানোর জন্যে চেষ্টা
না করে গেলে দু:খ বেদনা ও যন্ত্রণা
থেকে মুক্ত রবে তার অন্তর মন দেহ।
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো
স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে কেহো
কারন হলো স্মৃতি মানুষকে কষ্ট দেয়
কিন্তু স্বপ্ন দ্বারা সবাই জ্বালায় আলো।
যে গোপনে কাঁদে সেই তো হাসে বেশী
নিজেকে সুখী দেখায় সে নীরবে একা
থাকে আর বলে সুখের কোনো অভাব
নেই জীবন ভর রয় ফুর্তি আনন্দ খুশী।
কাউকে মনের কষ্ট আর চোখের জল
কখনো ভুলেও দেখাতে নেই জীবনটি
সুখের না হলেও কাউকে বলা যাবেনা
এতে কষ্ট বাড়ে ভালো হয়না এর ফল।