অপমান !
মুহূর্তে ধুলোয় লুটিয়ে পড়ে গান
চারদিকে এত খেলাধুলা এর ই
মাঝ খানে বয়ে যেতে হবে বলে
কানে তুলা দিয়ে অবিরাম চলে।
ভেবেছিলে অপমান ছুঁড়ে যাবে
অন্তরের কথা শুনিয়ে সুখ পাবে
চোখের আড়ালে অশ্বত্থের ডালে
ভাবছ দু’পাখি মরবে এক ঢিলে।
তয় সে আমার নয় মরেছে বটে
পাখি তো লুকানো নৌকোজলে
অবশ্য জানি যত লুকানো আজ
সবও পেতে চাও ছলে কৌশলে।
লজ্জাও নেই নিজের মুখ দেখে
ফোন রেখে দিয়েছ ঝনাৎ করে
এ-বিষয়ে আরো কিছু বলব না
যা বলার সব বলছি একাক্ষরে।
চতুর্দিকে দেখে বৈঠা বাইতে হবে
ঘাটে ঘাটে লুকিয়ে তো ঘড়িয়াল
গল্প লুকোনো হয় যদি কবিতায়
গিলেই নেবে টপ করে সিরিয়াল।