ইন্টারেস্টিং
জানতেও চেষ্টা করুন অতীত নিয়ে বাবার
আপনাকে নতুনভাবে যেন জীবনে ভাবতে
শেখাবেই সামনের চলাচলে এগিয়ে যাবার।
ইন্টারেস্টিং কাজের মাধ্যমে ভালো থাকে
তাঁর মন যাতে সে দিকে লক্ষ্য রেখে সর্বদা
সেবা শুশ্রূষাতে খেদমত করে যাবে যাঁকে।
বুঝতে পারেন বাবার বাড়ি মহব্বতের মর্ম
একটা কন্যার বিয়ে পরক্ষণে কর্তব্য বাড়ে
অন্যের মন যোগাতে করে যায় সকল কর্ম।
কোন সন্তান পায় না বাবার থাকা অবস্থায়
কিছুতে সম্পুর্ণ ভাবে ম্যাচিউরিটি যতক্ষণ
পর্যন্ত সামনে এসে বাস্তবতাটি নাহি দাঁড়ায়।
আলাদীনের চেরাগ বাবা যেনো সুপারম্যান
সন্তানের খাবার দাবার পোশাক আর্থিক ও
সকল সমস্যার সমাধানও একাই করে দেন।
শহর ঘুরেছেন কাঁধে চেপে যাঁর কোলে চড়ে
মেলা দেখেছেন কিংবা ঘোড়া বানিয়ে কতো
রাজপুত্র সেজেছেন তিনি দেন জীবন গড়ে।
সর্বদা শ্রদ্ধেয় বাবার পাশে থাকুন সুখে দু:খে
তিনি আপনার বা জীবন সঙ্গীর ই বাবা হোন
তাঁদের উভয়কে সকলে দেখুন সমান চোখে।