উজ্জ্বল নক্ষত্র
প্রাপ্তি ও প্রত্যাশার পার্থক্য দুঃখ
নিজের আশাটুকু অল্প পরিমাণে
কমিয়ে ফেললে দেখবে যেন সব
কষ্ট শেষ হওয়ার পর আসে সুখ।
মানুষের কষ্ট হলো সমুদ্রের মতো
সর্বদা প্রবাহিত হতে থাকে কখন
আসে শান্ত পানির ন্যায় আবারও
সাইক্লোন স্বরূপ ঝড় আনে যতো।
তারাগুলো কত উজ্জ্বল হয় রাতে
বিশেষ করে তো গভীর হলে নিশা
তেমনি কোন দুঃখ বেড়ে যায় যদি
সৃষ্টি কর্তা মুক্তি করেন নিজ হাতে।
তুমি কাহাকেও ভালো বাসো যত
তার জন্য কত বেশী কাঁদ তোমার
কান্না দেখে যদি গো হাসে তবে সে
তো তোমাকে ভালো বাসে নি তত।