উদ্বিগ্ন
হে পথিক কেনো ত্রস্তে চলো
একটু দাঁড়াওনা কথা আছে
কি হয়েছে এখন তুমি বলো।
কি আছে যেব তোমার মনে
যাবে তুমি যেন কোন খানে
এতো দৌড়াচ্ছ জানে প্রাণে।
লোকটি তখন গেলো থেমে
কথাও বলছে কোনো মতে
আরো শরীরটা গেছে ঘামে।
তার তখন কথা হলো শুরু
বলতে গিয়ে হাঁফিয়ে ছিলো
সে বলে অসুস্থ আমার গুরু।