কতো যে আশা
আমার মনে কতো যে আশা
কেন যে আজ পেলো নতুন
কোনো একজনের ই ভরসা।
অন্তরঙ বন্ধু শুধু তুমি একা
কত তপস্যা ও সাধনা করে
অনেক দিন পরে হল দেখা।
আমার জীবনে এসেছ বলে
দুঃখ-কষ্ট সব কিছু কোথায়
যেনো খুব দুরে গেলো চলে।
আরো শত বাধা ছিল যতো
তার হয়তো একেবারে যেন
সবগুলো দূর হয়েছে শতো।
তুমি থাকো আমারও পাশে
সারাটা জীবনভর তোমাকে
যাবো অবিরাম ভালোবেসে।
আনন্দ থাকে মাত্র কিছুক্ষণ
হঠাৎ করে আসে তার যতো
দুঃখ ও বেদনা রয় সারাক্ষণ।