কবরের প্রথম রাত

কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে
রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস, জানাজায়
শরিক হতে রওয়ানা হয়ে কবরের কাছে
গেলে উৎসুক সাহাবীদের আগ্রহ জাগে
কবরবাসীর প্রশ্ন উত্তর কেমন যেন রবে।

কিন্তু তখনো ঐ কবর খনন হয়নি শেষ
তাই রাসুলুল্লাহ (সা.) বসেন সাহাবীরাও
তাঁর চারদিকে নীরবে তাঁকে ঘিরে বসে
পড়েন তখন তাঁর হাতে ছিল একখানা
লাঠি বাকী ছিলো না খননের খুব বেশ।

অতঃপর দুই বা তিনবার বললেন তিনি
আজাব থেকে তোমরা আল্লাহর কাছে
আশ্রয় চাও মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হয়
তোমার রব কে দ্বিন কী এবং নবী কে?
রাসুল (সা.) এর বর্ণনায় আমরা জানি।

রাসুলে করিম (সা.) বলেছেন আরোও
মৃত ব্যক্তিকে বসানো হলে তিনি উত্তর
দিবেন আমার রব আল্লাহ দ্বিন ইসলাম
যিনি প্রেরিত আল্লার রাসুল(সা.),এসব
উত্তরের জন্য আমল ও ইবাদত সারো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *