চরিত্র

             

ধরণীতে যতো রয়েছে কুজন
নুনের মতো কতই তীতকুটে
জ্ঞান দেয় যেন তারাই সুজন !

নানা রুপের মানুষের চরিত্র
সুযোগে তারা ঢেঁকুর তোলে
বলে বন্ধু তারাই কত পবিত্র !

তাদের চতুর অভিসন্ধির ভয়
মিষ্টি কথার আড়ালে থাকে
চেহারায় কোন প্রকাশ না রয় !

এক অদৃশ্য বস্তু চরিত্র সেই
বসবাসরত হিয়ার মাঝে ই
আত্বায় লুকিয়ে আছে যেই।

কখনও নুনে ধরেনি পোকা
যার প্রমাণ ইতিহাস আছে
মানবরাই সর্বদা দেয় ধোকা !

পোকা প্রতিনিয়ত খায় মিষ্টি
সেথায় কত আনাগোনা করে
দল বেদে থাকে নিয়ে গোষ্ঠী।

মানব জাতি রুপ ধরে যে কত
স্বার্থের বিপরীত হলেই তাদের
ভাবমূর্তি পরিবর্তন করে শত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *