পথশিশু
পথশিশু বাংলাদেশে আছে তারা যত,
ঝুঁকির মধ্যে তারা আছে অনেক শত।
থাকেনা যে সুযোগ তাদের বাসস্থানের,
অসীম কষ্ট করে ঠাই পায়না সংস্থানের।
জীবনে নেই যে তাদের কোন নিরাপত্তা,
জীবন বিষর্জন দেয় করে আত্নহত্যা।
পথশিশু কখনো পর্যাপ্ত পায়না খাদ্য,
ভক্ষণ করে যেন সবে অখাদ্য কুখাদ্য।
কোন কিছুর নেই যে অধিকারে তারা,
সর্বস্থানে অনেকেই বঞ্চিত হচ্ছে যারা।
অর্থনৈতিক নিপীড়ন ও অনেক তাদের,
মাদক অপরাধে জাড়ানো হচ্ছে যাদের।
আরো তাদের ওপর শারীরিক নির্যাতন,
ঝুঁকি থাকছে রাস্তাঘাটে শত জালাতন।
অজস্র অর্থনৈতিক নিপীড়নে জড়ায়,
অবৈধ মাদক পাচারে অপরাধে গড়ায়।
তাদের কাজে না এনে স্কুলে দিতে পারি,
শিশুশ্রমমুক্ত বাংলাদেশ যেন মোরা গড়ি ৷