পাড়া পড়শী যতো
আমি কখনো কাহাকেও দিতে চাই না কষ্ট
যথাসাধ্য আপ্রাণ চেষ্টায় থাকি রাখতে তুষ্ট।
আরো মনে করি সকল আমার থেকে শ্রেষ্ঠ
আমরা প্রার্থনাও করি যেনো না হই পথভ্রষ্ট।
জগতে কেউ করো না কখনো আড়াআড়ি
একে অপরের সাথেও করবে না বাড়াবাড়ি।
পাড়া পড়শী ছোট বড়ো যতো আছি মোরা
কল্যাণ আরো সৎ কাজে নিয়োজিত যাঁরা!
আল্লাহ তায়ালার পক্ষ থেকে থাকে রহমত
সত্যনিষ্ঠ ন্যায়ের পথে রয় অসংখ্য বরকত!
সবাই মিলেমিশে ভালো কাজে চেষ্টায় থাকো
নিয়মিত কায়মনে সবে সৃষ্টি কর্তাকে ডাকো!
আল্লা ছাড়া কোনো কালে কারো শান্তি নাই
আরাধনা উপাসনাতে আরাম আয়েশ পাই !