প্রজাপতি
প্রজাপতির চিত্রল আছে যে ডানা,
চলতে ফিরতে নাই কোথাও মানা।
বিরহ থেকে সংযোগের দিকে,
চলে মানব সম্প্রদায়ের ফাঁকে।
কত সৌন্দর্য রূপ যে তার,
ঘুরে ফিরে যায় সময় যার।
প্রজাপতি ঘুরে অনেক দূর,
আছে যেন গন্ধ সন্ধানী শুঁড়।
তারা সকলের প্রধান যত কাজ
পরাগায়নের সাহায্যে উদ্ভিদের
বংশবিস্তারে দেয় কত যে সাজ।
তাদের মাধ্যমে উৎপাদন হয়
সৌর – শক্তি লাভ সম্ভব যেথা
বৈজ্ঞানিকদের সেথা উক্তি রয়।
সোলার প্যানেলের যতই না যশ
প্রজাপতির পাখনায় সৌরবিদ্যুৎ
উৎপাদন ক্ষমতা ১০ গুণ বেশ।
তাদের পাখা সৌর শক্তি ধারণ
তা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন
বিদ্যুৎ করতে পারে উৎপাদন।
প্রজাপতি বিদেশে রফতানি করে
বৈদেশিক মুদ্রা অর্জনের পথ ধরে
অর্থ – নীতিরই বেগবান হবে পরে।