ফরসেজ অ্যাকাউন্ট কিভাবে খুলবো ? এবং পেমেন্ট কিভাবে উঠাবো ?

অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে একটি ট্রাস্টেড ওয়ালেট ।

সেটি যেন আলাদা একটি নতুন ওয়ালেট হয় । যে ট্রাস্টেড ওয়ালেট খুলবেন সেটার (প্রাইভেট কি) গুলো ভালো করে সংগ্রহ করে রেখে দিবেন ।

এগুলো যদি হারিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে আর ওয়ালেট এক্সেস বা লগইন করতে পারবেন না ।

এই ট্রাস্টেড ওয়ালেট আপনাদের প্রয়োজন হবে যদি আপনারা $32 ডলার দিয়ে একাউন্ট খুলতে চান তাহলে এই ট্রাস্টেড ওয়ালেটে BNB Smart Chain নামক যে ক্রিপ্ত কারেন্সি অ্যাড্রেস রয়েছে সেখানে আপনাদেরকে $4 ডলার ডিপোজিট করতে হবে।

এরপরে আপনারা এই ট্রাস্টেড ওয়ালেটে পেয়ে যাবেন BNB BUSD নামের আরেকটি এড্রেস ।

সেখানে আপনাদেরকে নূন্যতম $28 ডলার ডিপোজিট করে নিতে হবে ।

আর এই দুইটা এড্রেস এর নেটওয়ার্ক বাইনাস ওয়ালেটের সেটা আপনারা ভালো করেই জানেন ।

আপনারা চাইলে ট্রাস্টেড ওয়ালেটে যে ডলার গুলো ডিপোজিট করবেন সেগুলো বাইনাস ওয়ালেট থেকেও আনতে পারবেন ।

বাইনাস ওয়ালেট  P2P সিস্টেম এর মাধ্যমে ডলার লেনদেন করা যায় । এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডলার কিনা যায় ।

এ ক্ষেত্রে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডলার কিনে বাইনাস ওয়ালেটে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে সরাসরি ট্রাস্টেড ওয়ালেটেও নিয়ে যেতে পারবেন বা বাইনাস ওয়ালেট থেকে ট্রাস্টেড ওয়ালেট ডলার গুলো ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন ।

এর পরে আপনারা এই ডলারগুলো দিয়ে একাউন্ট ওপেন করতে পারবেন ।

একাউন্ট তৈরি করার জন্য আপনাদের 28 BUSD ডলার কাটবে এবং BNB Smart Chain যে $4 ডলার এর মতো ডিপোজিট করবেন সেখান থেকে গ্যাসপি হিসেবে কাটা হবে ।

টোটালি এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনার খরচ হবে 30 থেকে 31 ডলার ।
আর বাকিটা আপনাদের ওয়ালেটে থেকে যাবে ।

একাউন্ট খুলার সময় আপনাদের যদি কম ডলার থাকে তাহলে আপনাদের ডলারগুলো ভেনিস হয়ে যেতে পারে আর এজন্য রিস্কে যাওয়ার প্রয়োজন
নেই ।

তাই আপনারা কমপক্ষে 28 BUSD রেখে এবং BNB Smart Chain $4 ডলার রেখে অ্যাকাউন্ট তৈরি করবেন ।

তাহলে আপনি প্রফেশনাল মানের চারটা স্লট সহ একাউন্ট ওপেন করতে পারবেন ।

আপনারা যদি দুইটি স্লট অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের সর্বমোট $12 ডলার খরচ করতে হবে ।

আর এ জন্য একাউন্ট তৈরি করার জন্য আপনাদের 10 BUSD কাটবে এবং BNB Smart Chain  $2 ডলার গ্যাসপি হিসেবে কাটা হবে ।

এটাই হলো এখানে দুই রকম ভাবে একাউন্ট খোলার পার্থক্য । 

তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা $32 ডলার দিয়ে একাউন্ট খুলেন বা $12 ডলার দিয়ে একাউন্ট খুলেন সেই একাউন্ট- গুলোর মেয়াদ কিন্তু লাইফ টাইম থাকবে ।

যারা নতুন রয়েছেন বা বুঝতে একটু সমস্যা হতে পারে তাদের জন্য একটি সু ব্যবস্থা রয়েছে Digital Bangla 360 কোম্পানির পক্ষ থেকে আর সেটি হচ্ছে এই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করা হয়েছে অর্থাৎ কিভাবে ফরসেজ একাউন্ট খুলবেন ?

কোম্পানি সম্পর্কে বিস্তারিত প্লানগুলো কিভাবে জানবেন ? এবং অটো পেমেন্ট নেওয়ার জন্য ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন ?

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি পৃথিবীতে এই প্রথম এই ধরনের কোম্পানি এসেছে।

এই কোম্পানির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোম্পানির মাধ্যমে যা ইনকাম করবেন সেগুলোকে  ম্যানুয়াল ভাবে আপনাদের পেমেন্ট রিকোয়েস্ট  করতে হবে না অর্থাৎ আপনার যা ইনকাম হবে এই ফরসেজ কোম্পানিতে প্রতিদিনের ইনকাম প্রতিদিন আপনার ট্রাস্টেড ওয়ালেটে অটোমেটিক চলে আসবে ।

এটা এই কোম্পানিটির জনপ্রিয়তা বাড়িয়ে দিতে  সহযোগিতা করেছে বলে আমার কাছে মনে হয়েছে ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, আর সেটি হচ্ছে যারা বিশেষজ্ঞ বা এক্সপার্ট রয়েছেন তারা বলে থাকেন এই ফরসেজ কোম্পানির প্ল্যান দেখে যদি একজন ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক ভাবে নিয়ম মেনে কাজ করে যেতে পারে।

তাহলে এখান থেকে $99,000 ডলার পর্যন্ত ইনকাম করে নিতে পারবে ।

তবে এত বেশি পরিমাণ টাকাগুলো ইনকাম করার জন্য সময় দিতে হবে সেটা হতে পারে এক বছর বা দুই বছর বা তারও বেশি ।

এখন এখানে কাজ করা উচিত হবে কিনা সেটা আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন । 

তবে মনে রাখবেন ফরসেজ কোম্পানির যেহেতু বিশ্বস্ত ইনভেস্টমেন্ট কোম্পানি এখানে আপনারা চাইলে নিজ দায়িত্বে অ্যাকাউন্ট একটিভ করে কাজ শুরু করে দিতে পারেন।

তবে এটা মনে রাখবেন আপনারা কখনোই ধার করে টাকা এনে কিংবা কিস্তি উঠিয়ে কখনো এখানে  ইনভেস্ট করবেন না।

যদি আপনা কাছে অতিরিক্ত বেশি টাকা থাকে সেখান থেকে কিছু টাকা এখানে ইনভেস্ট করতে পারেন তবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ।

অ্যাকাউন্ট খোলার জন্য কত ডলার খরচ করতে হবে ?

একাউন্ট খোলার জন্য কত ডলার খরচ করতে হবে সেটা নির্ভর করবে আপনার উপর ।

আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনার ডলার খরচ করতে হবে ।

এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চারটি স্লট একটিভ করতে পারেন আবার আপনারা চাইলে দুইটি স্লট একটিভ করতে পারেন ।

এখন আপনি যদি চারটি স্লট একটিভ করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে সর্বমোট  $32 ডলার পর্যন্ত ।

আবার আপনি যদি 2 টি স্লট একটিভ করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে সর্বমোট  $12 ডলার পর্যন্ত ।

এখন আপনাদের সুবিধার জন্য একটি সহজ  উদাহরণ আপনাদের মাঝে উপস্থাপন করা হলো।

ধরুন আপনি 200 গ্রাম সাবান কিনলেন 40 টাকা দিয়ে আবার ঠিক একই সাবান 400 গ্রাম 60 টাকা দিয়ে কিনতে পারবেন ।

এখন একটু হিসাব করে দেখুন মাত্র 20 টাকা বাড়িয়ে আপনি কিন্তু ডাবল পরিমাণ সাবান পেলেন ।

আবার আপনি 50 টাকা দিয়ে 2 জিবি ইন্টারনেট অফারে দেখতে পেয়ে যাবেন আবার কিছুদিন পর আবার অফার দেখতে পেয়ে যাবেন 70 টাকায় 5 জিবি ।

আর এমন অফার আসলে আপনি কিন্তু চিন্তা ভাবনা করে যে অফারটিতে আপনার লাভ বেশি সে অফারটি সাধারণত গ্রহণ করে থাকেন ।

ঠিক এ রকমই সুবিধা আমরা ফরসেজ কোম্পানিতে দেখে থাকি । 12 BUSD দিয়ে একাউন্ট একটিভ  করার জন্য আপনারা দুইটি স্লট ওপেন করতে পারবেন ।

আর আপনারা যদি $12 ডলার দিয়ে দুইটি স্লট ওপেন করেন তাহলে সেখান থেকে প্রতিবার সর্বোচ্চ $5 থেকে $10 ডলার ইনকাম করতে
পারবেন ।

আর যদি $32 ডলার দিয়ে চারটি স্লট ওপেন করেন তাহলে প্রতিবার $10 থেকে $20 ডলার ইনকাম করতে পারবেন । 

$32 ডলার দিয়ে আপনারা যদি অ্যাকাউন্ট একটিভ করেন তাহলে কিন্তু ডাবল এর বেশি ফ্যাসিলিটি পাবেন ।

এখন আপনারা যার যার ব্যক্তিগত সুবিধা অনুযায়ী নিজ দায়িত্বে একাউন্ট তৈরি করতে পারেন ।

আবার যাদের বড় বড় টিম রয়েছে তারা ট্রিপল এক্স প্রোগ্রামে জয়েন হয়ে বেশি বেশি টাকা বা ডলার ইনকাম করতে পারবেন ।

ফরসেজ কোম্পানি থেকে কত টাকা ইনকাম করা যাবে ?

এখন আমাদের অনেকের মনে কিন্তু একটি প্রশ্ন ঘোরপাক খাচ্ছে আর আপনারা বিভিন্ন সময় কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এখান থেকে আমরা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারব ?

এখানে আমাদের নিজস্ব নির্দিষ্ট কোন কাজ নেই যার কারণে এই কোম্পানি থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারব সেটা নির্দিষ্ট ভাবে বলা
অসম্ভব ।

তবে এখান থেকে আপনারা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করবে আপনি যে টিমে রয়েছেন সেটার উপর ।

আপনি যে টিমে রয়েছেন সে টিমের কমিউনিটি যদি বেশি হয় তাহলে আপনি সেখান থেকে অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ কমিউনিটি যত বেশি হবে আপনার ইনকাম তত বেশি হবে ।

উদাহরণ স্বরূপ বলা যাক Digital Bangla 360 এই রেফার কোডটি ব্যবহার করে 652000 প্রতিদিন যদি 20 জন মানুষ অ্যাকাউন্ট খুলে তাহলে বুঝে নিন কি পরিমান কমিউনিটি এখানে তৈরি হবে ।

যারা আগে একাউন্ট খুলবে তারা কিন্তু পরবর্তী সময়ে যারা আবার একাউন্ট খুলবে ওখান থেকে কমিশন  পেতেই থাকবে লাইফ টাইম ।

তবে আপনাদের একটি ধারণা দেই ফরসেজ একাউন্ট খোলার পরে আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন বিভিন্ন লিডারগণ ফরসেজ  কোম্পানি থেকে কেউ $100000+ (লাখ) ডলার কেউবা আবার $200000+ (লাখ) ডলার আবার কেউ $400000+ (লাখ) ডলার বা আরো বেশি ইনকাম করে নিয়েছে ।

যে গুলোর প্রমাণ আমরা পূর্বেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলের ভিডিওতে দেখিয়েছি ।

তাহলে আপনারা বুঝতেই পারছেন এখান থেকে কত টাকা ইনকাম করা যায় ?

এখন আপনারা যদি নিজ দায়িত্বে ফরসেজ কোম্পানি থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের এই 652000 রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারেন তার কারণ হলো আমাদের টিম আস্তে আস্তে প্রতিদিনই  বড় হচ্ছে, আর এই কারণেই আপনাদের ইনকাম অনেক বেশি হবে ।

আশা করি আপনারা ধারণা পেয়েছেন এই  কোম্পানিটি থেকে আপনারা কি পরিমান টাকা ইনকাম করতে পারবেন । 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *