বিদ্বেষী ভাব
প্রকৃতির সঙ্গে আমাদের বিদ্বেষী কত ভাব
পাহাড় কাটার হুকুম দেয়না কোন লাট সাব।
আমরা শহরের কলেবর সবে বৃদ্ধি করেছি
প্রকৃতির বিসর্জনে উন্নয়নের ও পথ ধরেছি।
ইটের পর ইট গেঁথে শুধু দালান করি নির্মাণ
প্রকৃতির স্থান কোথা তার নেই কোন প্রমাণ।
বুক ভরে নির্মল বাতাস নেয়া যায় না শহরে
একটু জায়গা নেই খালি নগরে ও বন্দরে।
বাড়িতে নেই উঠান গাছ আর কোন ছায়া
এসব কিঞ্চিৎ থাকলেও ছায়ার নেই মায়া ।
শেষ কবে মেখেছিল সকলের পায়ে কাদা
আধুনিকতার ফলে ইহা যেন গল্প বা ধাঁধা।
বায়ুদূষণের কারণে তালিকাতে শহর নগর
শব্দদূষণে আক্রান্ত হচ্ছে শহর নগর বন্দর।