ভাগ্যে ছিলো !
একদিন নিদ্রা থেকেই উঠে
ইবাদত এবং বন্দেগী সেরে
পায়চারীতে রাস্তায় বেরুলে
দেখি এক ঘটনা গেল ঘটে!
জোরে চিৎকার শুনা গেল
কয়েকজন লোক তখন ই
চোর চোর বলে আওয়াজ
করে একজনকে ধরে নিল!
ভাগ্যের পরিহাসে যা হলো
সে ছিলো এক ভাল ছেলে
রাতে এক বাসায় চুরি হলে
যা দুর্নাম তার ভাগ্যে পেল!
পাকড়াও হয়ে গেল যখন
ঐ কাজটি সে তো করেনি
তবু্ও ভাগ্যের ফেরে পড়ে
যা লাঞ্চনায় ভোগে তখন!
চোরটি পরে নিরাপদে যায়
মানুষের পিচু ধাওয়ার দায়
অপরিচিত তাকে তো পায়
অবশেষে সে ধরাটাই খায়!
আসল চোরা যায় তার পথে
সাধু পথিকের মন্দ ই জোটে
নির্মম পরিহাসে ললাটে ঘটে
তাকেও ধরলো সাথে সাথে!
কার ভাগ্যেতে কখন কি হয়
কেউ বলতে পারেনি কিছুই
ভাগ্য নিয়ন্তা অবগত সব ই
তাঁর দয়াতে বিপদমুক্ত রয়!