মনোরম দীপালি
সব প্রদীপের শরীরে
সম্পূর্ণরপ তেল ভরে
যা সাবধানতার সঙ্গে
সলতেতে শেষে অগ্নি
দেয় সকলেই ধরিয়ে।
জ্বলতে জ্বলতে পরে
ক্ষণিকের জন্য কেউ
অনুভব করে না তাঁর
জ্বলুনীকে এরই মধ্যে
যতো প্রয়োজন সারে।
সলতে যত হউক ছাই
কেবল মাত্র আলোক
বা প্রদীপ ঝলসে রয়
আমাদের অনেকে ই
শতো উপকারও পাই।
ইহা কি পারে না হতে
এমনভাবে কাউকে ই
জ্বলতে পুড়তে ঝলসে
যেতে অথবা উজ্জ্বল
হয় স্বাভাবিক গতিতে।
আর যদি জ্বলতে হয়
তবে তো সবাই যেনো
সর্ব প্রথম নিজ নিজ
দেহো জ্বালাও যাতেই
পরিশেষে দৃষ্টান্ত রয়।
কামনার তেল জ্বালাও
সব বাসনার সলতেতে
আস্থার অগ্নি জাগিয়ে
ভস্ম করে যাও তমসা
গোছায়ে দীপ্তি মিলাও।