শীতের রাত
ঋতু চলছে যখন শীতের ,
ছেঁড়া কাঁথা গায়ে গীতের।
সুর লহরীতে মুখরিত মুখ,
বুঝবেনা যেন আছে দুঃখ।
ঢাকায় বাংলা একাডেমী,
টান্ডার তীব্রতাও কমেনি।
উদ্যানের দেয়ালের সাথে,
কয়েক জন শীতের রাতে।
সবাই আগুনের নেয় তাপ,
পাশে নেই তাদের মা বাপ।
নেশা দ্রব্য কেউ পান করে,
অকালে ই তারা যায় মরে।
অনেকেই থাকে ফুট পাথে,
আলাপ হলে তাদের সাথে।
জানা যায় আরো বেশ তত্ত্ব,
যত কিছু বলছে হবে সত্য।