সত্যে মুক্তি মিলে !
যুগ যুগ ধরে প্রচলিত সত্য কথায় মুক্তি মিলে
এর পেছনে এটিও ছোট্ট একটি ঘটনা যদিও
চৌদ্দশ’ বছর আগে রাসুল(স.)বলেছেন সত্য
পূণ্যের দিকে,পূণ্য জান্নাতের দিকে নিয়ে চলে!
যতো মিথ্যা সব পাপাচারকে কিন্তু আনে ডাকে
পাপাচার জাহান্নামে পৌঁছে দেয় কোনো মানুষ
যখন অনবরত মিথ্যা বলে সে আল্লাহর কাছে
মিথ্যাবাদী হিসেবে পরিগনিত হয়ে যায় ফাঁকে!
রাসুল (স.)বলেছেন সন্দেহযুক্ত যা ছেড়ে দিতে
কারণ সন্দেহ বা ধারণা পোষণ করা অধিকতর
সময় মিথ্যার মূল সত্যে প্রশান্তি মিথ্যায় অস্বস্তি
আরো বলেন সন্দেহমুক্তের প্রতি আগ্রহী হতে !
আল্লাহ পাকের পবিত্র কুরআন শরীফের বাণী
সত্য সততা ও সত্যবাদিতার প্রতি আদেশ করে
বলেছেন হে ঈমানদাররা সবাই আল্লাহকে ভয়
করো এবং সত্যবাদীদের সঙ্গে চল এসব মানী!