সময় নাই !
কি আর করি ইতি টানতে চাই
কোনো প্রকারের লেখা লেখি
করার মতো সময় আমার নাই!
অন্তর চায় না আর লিখে থাকি
চাইলে আর সব কি হয় কর্তব্য
কর্ম এখনো যথেষ্ট রয়েছে বাকি!
হেলা ফেলায় বিগত জীবন শেষ
ফল শ্রুতিতে কোন উন্নতি হয়নি
তবু্ও যেন দৈর্য্য ধরে আছি বেশ!
মাটি আর মানুষের মোহে পড়ি
সবে মূল্যবান সময় নষ্ট না করি
স্রষ্টার কাজে বাকী জীবন গড়ি!