সর্বোত্তম
জগতে যত প্রকার জ্ঞান আছে
তার মধ্যে সর্বোত্তম হলো যাতে
নিজেকে চেনা যে একবার ঠিক
মতো চিনতে পারে ইহ জগতের
শত জ্ঞান বাকি রইবে না পাছে।
সবার আগে এ গুরুত্ব দিতে হবে
নিজের মাপ ও মান বুঝে’ নিজে
ঠিক তো জগৎ ঠিক ‘ প্রবাদের
মতোই নিজের ব্যক্তি ও স্বাতন্ত্র্য
বজায় রেখে এগিয়ে যেতে রবে।
সত্যিকারের জ্ঞানী হওয়ার পথে
এগুনো সম্ভব তখনই যখন সবাই
জানবে যেন তারা কি জানে আর
জানে না জনৈক মনিসীর বক্তব্যে
প্রকাশ ‘জ্ঞানেই পুণ্য’ আছে যাতে।
উন্নয়নের লক্ষ্যে ভালো কাজ করা
প্রতিনিয়ত সৎ মহৎ চিন্তা ফিকির
করো আর জ্ঞানে পুণ্য অর্জন হয়
ভালো কর্মের মাধ্যমে পর্যায়ক্রমে
উন্নত হতে পারে আমাদের এ ধরা।