অকাতরে বিলায়
প্রতিবেশী আছ যতো করো সকলে শেয়ার
সম্মিলিত প্রচেষ্টায় বয় উন্নয়নের জোয়ার।
চতুর্দিকে বিস্তৃত ভাবে আছে আপনজন
পাড়া পড়শী তাঁদের মধ্যে অনেক সুজন।
সহমর্মিতা ও সহযোগিতায় থাকে সর্বক্ষণ
সুখে দুঃখের অংশীদারে হেলা নেই কখন।
অসুখ বিসুখে জর্জরিতও হয় কেহ যখন
চিকিৎসা সহ যাবতীয় করিয়ে নেয় তখন।
একাত্মতায় থাকলে তবে শান্তি পায় মন
অভাব অনটন হলে বিলায় তাঁদের ধন।
দিন রাত সহযোগীতার সমাজ সেবি চায়
ভালো প্রতিনিধির দ্বারা সবাই শান্তি পায়।
সহমর্মী সমাজ সেবিরাই মন কেড়ে নেয়
সমাজের প্রতিনিধিত্বে সকলে সায় দেয়।