অগ্নিশর্মা !
আচানক চলার গতি
কখন কি করে কেহো
বুঝতে পারেনি কতো
যেনো তার কেরামতি।
আচমকা নীরব থাকে
যেনো বধির লোকের
ভাব ধরে চলে ফাঁকে
চিন্তামগ্ন দেখায় যাকে।
কখনো যত রেগে যায়
তখন মুখটি অগ্নিশর্মা
রুপ ধারণ করে চড়াই
উৎরাইয়ের শঙ্কা পায়।
স্রষ্টা কেমন যে চালায়
খাবার দাবারের চিন্তা
ফিকির না করে সময়
কাটায় হেলা ফেলায়।
হাসি টাট্রা খুশী কতো
যখন যাহা ইচ্ছে করে
ঘটনা দুর্ঘটনা বাজায়
যথা তথায় ইচ্ছে মত।