​Facebook ব্যবহার করলেও অনেকেই বিভিন্ন কারণে ওই প্ল্যাটফর্ম নিয়ে খুশি নয়। কেন?

কারণ, এ বিষয়ে অনেকেই জানিয়েছেন ছবি, ভিডিয়ো বা কোনও স্টেটাস যাই পোস্ট করা হোক না কেন সঠিক ভাবে কোনও এনগেজ়মেন্ট পাওয়া যায় না।

যার ফলে সমস্যায় পড়তে হয় তাঁদের। প্রয়োজনে পেজ থেকে প্রোমোশন করে প্রয়োজনীয় এনগেজমেন্ট বাড়াতে হয় তাদের।

Produced By Abhishek Biswas | EiSamay.Com | Updated: 27 Apr 2022, 11:49 am

মোবাইল ব্যবহারকারীদের মধ্যে সিংহ ভাগই Facebook এর ব্যবহারকারী।

এর মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা অন্য কোনও সোশ্যাল মিডিয়া সেভাবে ব্যবহার করেন না।

ছবি শেয়ার থেকে শুরু করে কোনও স্টেটাস শেয়ার সব কিছুর জন্যই তাঁরা ব্যবহার করেন ফেসবুকের মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম।

কী ধরনের সমস্যা তৈরি হয়?

দেখা যায় কোনও প্রোফাইলে যে সংখ্যক ফলোয়ার্স রয়েছে তার হয়তো মাত্র 1 শতাংশ ফলোয়ার্সের এনগেজমেন্ট পাওয়া সম্ভব হয়।

ফেসবুক অ্যালগরিদম যে ভাবে সেট করা থাকে সেই ভাবেই তা ফলোয়ার্সদের কাছে পাঠানো হয় এবং সেখান থেকে এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে।

কিন্তু এটা হয়তো অনেকের অজানা, ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় নজরে রাখলেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। অর্থাৎ কোন সময় Facebook-এ পোস্ট করছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যখন ইচ্ছা পোস্ট করলেই কিন্ত Facebook-এ সমান এনগেজমেন্ট পাওয়া সম্ভব নয়।

কারণ সব সময় ফেসবুকের ট্র্যাফিক সমান থাকে না। এমনকী রোজ দিন তা সমান থাকে না।

সে কারণে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে Facebook-এ কন্টেন্ট আপলোড করা উচিত।

কখন কন্টেন্ট আপলোডের সঠিক সময় ?

এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে Sproutsocial নামে একটি সংস্থা।

তারা নিজেদের ওয়েবসাইটে এই রিপোর্ট প্রকাশ করেছে।

সেই রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলিতে দেখা গেছে, সকালের কিছু পরেই যদি Facebook-এ পোস্ট করা হয় তাহলে সে ক্ষেত্রে সবথেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকত।

কিন্তু চলতি বছর থেকে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খুব সকালে কন্টেন্ট পোস্ট করলে সব থেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে।

বেশি সংখ্যক মানুষ সেই কন্টেন্ট দেখেন। টাকা লেনদেনে দরকার নেই অ্যাকাউন্ট নম্বরের! SBI গ্রাহকদের জন্য বড় সুবিধা সঠিক সময়।

সোমবার থেকে শুক্রবার 3AM থেকে এনগেজমেন্ট ভালো পাওয়ার সম্ভবনা থাকে।

অন্যদিকে মঙ্গলবার সকাল 10 থেকে ভালো এনগেজমেন্ট পাওয়া যেতে পারে।

ফেসবুক পোস্ট কোন দিন করলে সব থেকে বেশি সুবিধা পাওয়া যেতে পারে? এ ক্ষেত্রে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পোস্ট করা যেতে পারে।

কোনদিন পোস্ট করলে এনগেজমেন্ট সব থেকে কম আসে?

ওই রিপোর্ট অনুযায়ী শনিবার ফেসবুকে কন্টেন্ট আপলোড করা উচিত নয়।

আকর্ষণীয় উপহার পেতে ক্লিক করুন এবং সহজ প্রশ্নের উত্তর দিন।

WhatsApp Scam: নতুন ফন্দি এঁটে ফের হোয়াটসঅ্যাপে সক্রিয় প্রতারকরা, সতর্ক না হলে সর্বস্বান্ত হতে পারেন আপনিও

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *