অতৃপ্ত পৃথিবী !
অতৃপ্ত পৃথিবীতে যত আয়োজন
আজ অর্ধেক তাঁরই মিথ্যে মায়া
আরো বাকি অর্ধেকই প্রয়োজন।
যাকে অতিরিক্ত সম্মান দিয়েছি
তাঁর প্রাপ্য সম্মানের চেয়ে আমি
ততটুকু যেন ক্ষতি করে নিয়েছি।
আল্লার ভয়ে যা কিছু ছেড়ে দিবে
আল্লাহর পক্ষ থেকে তার চেয়েই
আরোও উত্তম কতো কিছু পাবে!
যাহা হৃদয় হতেও উৎসারিত হয়
উহাই শ্রেষ্ঠ দান এবং রসনা হতে
ক্ষরিত হয়ে ব্যথা দূর করতে রয়!
ভালোবাসা যত বৃদ্ধি পেয়ে যায়
আল্লাহর প্রতি দুনিয়াতে তার ই
মায়া মমতা কমার সুযোগ পায়!