অনুশিলন
লোহায় ধরে ঝং
অযত্নে পড়ে থাকলে
উঠে যায় রঙ।
লেখা পড়া শিক্ষার আলো
চর্চা না করলে
হয়ে যায় কালো।
পঠন লিখন জ্ঞান
অনুশিলন না করলে
চলে যায় ধ্যান।
মেহমান আত্নীয় স্বজন
যোগাযোগ না রাখলে
থাকেনা আপন জন।
নামায হজ্জ যাকাত রোজা
যথাযথ আদায় না করলে
বেহেশতে যাওয়া নয় সুজা।
কাজ কর্ম চেষ্টা উন্নতি
মনে প্রাণে না করলে
জীবনে হবে অবনতি।