অনেকে কষ্ট পায় !
রাত পোহালেই মানুষ ছুটে যায়
কেউ কোথায় প্রয়োজনের দায়
অনেকে কতই যেনো কষ্ট পায়!
সকাল সন্ধ্যায় কতো কিছু ঘটে
ভাগ্যে কাহারো যা অশান্তি রটে
কেউ জানে না ললাটে কি জুটে?
কাহারো উন্নতি বৃদ্ধি হয় কতো
আনন্দ উল্লাস সমৃদ্ধি হয় যতো
সুখ ও শান্তি বেড়ে আরো শতো!
খোদার বন্দেগী যারা বেশী করে
দুর্ভোগ অশান্তি কতো পড়ে ঝরে
সুখ আর শান্তি ভাগ্যে ঘটে পরে!
মনের অশান্তিই সৃষ্টিকর্তাকে কয়
আল্লাহ তায়ালার দয়ায় সুখী হয়
শান্তি ও আরাম ভোগ করতে রয়!