অবকাশ
বন্ধু তুমি চলো বেড়াতে যাব বহুদূর
যেথায় রয়েছে প্রাক্তন অনেক যতো
আন্তরিক সহপাঠী সকলের একত্রে
অবকাশ সময় কাটবে কতো সুমধুর।
সে স্থানে পড়া লেখার জীবনটি চলে
সকালে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার
রাস্তায় কতো সহপাঠী আর সিনিয়র
জুনিয়রদের যাতায়াত চলতো মিলে।
বিদ্যালয় ছুটি হলে পুস্তক সাথে করে
সকল একত্রে গল্প গুজব আরো হাসি
খুশিতে মগ্ন থেকে রওয়ানা দিয়ে সবে
যার যার বাড়িতে পৌঁছে যেতাম পরে।
তখন আমাদের একাত্বতা ছিলো কত
মধ্যাহ্ন ভোজ সেরে খেলার উদ্দেশ্যেই
মাঠে উপস্থিত হয়ে খেলা ধুলায় যোগ
দিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত হতাম যত।
হায়রে অতীতের মুহুর্তগুলো কই গেল
কতো উল্লাস আনন্দময় পরিবেশ ছিল
সময় আরো কালের বিবর্তনের ফলেই
তখনকার সব কিছু সম্পূর্ণ লোপ পেল!