অবসর বিনোদন
বিনোদনের রূপ আছে অনেক ভিন্ন
ফল ভোগ করে কত মানুষ হয় ধন্য।
অসংখ্য যত অনুষ্ঠানাদির উৎযাপন
বন্ধু বান্ধব সকলকেও করে জ্ঞাপন।
ধর্মীয় উৎসব ব্যতীত আর যত ব্যঙ্গ
কর্ম স্পৃহা বৃদ্ধি পেয়েই হয় শত তুঙ্গ।
অন্তর্দৃষ্টি বা বুদ্ধির বিকাশ কতই হয়
বিনোদনে মস্তিষ্কের চর্চা যেথায় রয়।
কর্মক্ষম তীক্ষ্ণ ও ক্ষুরধার হয়ে গড়ে
বুদ্ধিমত্তা স্মৃতি শক্তি যায় কত বেড়ে।
তখন ডিশ কেবল ছিল যতই দুর্লভ
এখন হয়েছে সর্ব স্থানে কতই সুলভ।
বিনোদনের মাধ্যম ছিল টিভির পর্দা
সবে দেখত একত্র না হয়ে আলাদা।
মজার অনেক প্যাকেজ এবং হাসি
আরো কষ্টের কত প্যাকেজও কান্না।
প্রথমে সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার
বাংলা সিনেমা পূর্ণ দৈর্ঘ্য হতো প্রচার।
পরে পরিবর্তনে তিন দিনের রূপ নেয়
অধীর আগ্রহের মাত্রাও বাড়িয়ে দেয়।
এখন বিনোদনের যত মাধ্যম রয়েছে
ভোগের যা খুশি তা ইচ্ছে মত হয়েছে।