অভিজ্ঞান
প্রকৃতিতে নেই- কোন ক্ষমা
কাঁদাবে কোনোও এক দিন
পরকে কাঁদায়ে হাসো কেন
বাজাবে প্রতিশোধেরি বীন।
বহু কিছু শেখা যেতে পারে
এই প্রকৃতিটির নিকট হতে
সব চেয়ে বড় শিক্ষক হলো
অদ্ভুত অজ্ঞো কাহিনী মতে ।
প্রকৃতি মোদের শ্রেষ্ঠ শিক্ষক
এ পাঠশালায় অধ্যয়ন করে
সব সময়ে এক চোখ খোলা
রেখে চলে যেতে থেক পরে।
প্রকৃতিটার মাধ্যমেই আমরা
শেখার যাত্রা শুরু করি যদি
সে সুন্দরভাবে সব সমস্যার
সমাধান শিখাবে নিরোবধি।
এ যেনো একটি বড়ো ভাষা
তার বর্ণনার অভিজ্ঞান হলো
জীবনের অমূল্য অধ্যাত্মিক
এক অধ্যায় সৃষ্টি করে দিলো।