অভ্যাসের দাস
দুধে মিশ্রণ প্রাক্তন স্বভাব
অধিক মুনাফা অর্জনের
জন্য পানি মিশায় তদুপরি
দূর হয় নি তাদের অভাব।
মানুষ অভ্যাসের যে দাস
চিরাচরিত প্রথা অনুযায়ী
দীর্ঘ দিন ধরে প্রতারণায়
জীবনটি কয়েছে সর্বনাশ!
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ
এ উক্তিটি প্রচলিতই আছে
কিন্তু আমরা শ্রেষ্ঠ জীব ইহ
পরকাল যেন না হয় বিনাশ!
আমরা সৃষ্টির উৎকৃষ্ট জাতি
সকল ছল চাতুরী পরিত্যাগ
করে আল্লাহ এবং রাসুলের
পথে চলে গেলেই পাব মুক্তি।