অর্থের বড়াই !
যে লোক করে অর্থের বড়াই
কত আছে চলে তারে ডরাই!
অহমিকায় থাকে কত চড়াই
ইজ্জত সম্মানও যায় ছাড়াই!
কারো সাথে যদি সে বেড়ায়
অহংকারও কতো যে ছড়ায়!
সবাই জানি তা পতনের মূল
শুরু হয়ে যায়ও কষ্টের শূল!
সব হারায়ে সে করে হায় হায়
অন্যের সহায়তা কম ই পায়!
ঐশ্বর্য বিত্ত ও সম্পদের জোর
কখনো চলে যায় কতোই দূর!
আমরা আল্লাহর প্রসিদ্ধ জাতি
নবীজিও করবেন ইয়া উম্মতি!