অশ্রু সিক্ত
কত কি আর বলি
রাস্তায় তখন চলি।
লোকে লোকারণ্য
আওয়াজ অনন্য!
দেখি একটি লোক
তার অনেক দুঃখ!
বলে আরও কাঁদে
পড়েছিল সে ফাঁদে!
যখন ছিল দাঁড়িয়ে
টাকা নিল কাড়িয়ে।
সে তখন বাদ সাধে
ঝামেলা কত বাধে!
ওরা তাকে যে ধরে
সবাই অধিক মারে।
সে করল টানাটানি
সকলে গেল জানি।
জনগন দৌড়ে যায়
ওদেরকে নাহি পায়।
মাটিতে তখন পড়ে
চোখের পানি ঝরে!
সকলে শান্তনা দেয়
তুলে তার ঘরে নেয়।