আমরা অন্যের তরে
আমরা মানব অন্যের ই তরে,
নিঃস্বার্থ করব কাজ মন ভরে।
গ্রাম গঞ্জ নগর শহর বন্দর,
যথায় তথায় কর যত সুন্দর।
মন মানসিক যাঁদের ভালো,
তাঁদের দ্ধারা আসে আলো।
সমাজে বিত্তশালীর যে স্থান,
জনস্বার্থ কাজে পায় সম্মান।
নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্ছবিত্ত,
সবে মিলে সমাজ হয় সত্য।
মানুষের মধ্যেই খারাপ যত,
কষ্টে ঘুরছে তারা অবিরত।
ভবঘুরে অকর্মন্য কত যারা,
নিয়মে চলেনা কখনো তারা।
অনাদরে অবহেলায় হয় নষ্ট,
জীবন চলছে করে কত কষ্ট!
যখন মদের যত নেশা আসে,
চুরি ধান্ধাবাজি করেই ফাঁসে!
জীবন যুদ্ধে কখনো ব্যর্থ হলে,
ভাজ্ঞের নির্মম পরিহাস বলে!