আমরা কৃতজ্ঞ !
হে দয়াময় মোদের সৃষ্টিকর্তা প্রভু
তোমার কৃপায় আমরা পৃথিবীতে
আশরাফুল মাখলুকাত হিসেবেই
জন্ম গ্রহণ করে কতো ভাগ্যবান
হয়েছি তাই গর্বিত মোরা কখনো
দয়া হতে দূরে যেন না থাকি কভু!
সৃজন করেছো উপাসনার তরে
একান্ত তোমার অসীম করুণার
ফলে সকলে ধরণীর বুকে সুখী
সমৃদ্ধভাবে জীবন যাপন করেই
যাচ্ছি অনবরত এগুলোর জন্য
কৃতজ্ঞতা জানাই বন্দেগী করে!
হে খোদা তুমি কতো মেহেরবান
আমরা সবে ভুমিষ্টের পর থেকে
অফুরন্ত প্রয়োজনীয় যতো কিছু
ভোগ বিলাস করে যাচ্ছি তুমি ই
দান করেছ অধিকন্তু সৃষ্টির পূর্বে
কতো রিজেকের রেখেছ সংস্থান!
তোমার করুণার নেই কোনো শেষ
পৃথিবীর মধ্যে অসংখ্য ও অগনিত
পশুপাখি জীব জন্তু যেখানে যতো
বিরাজমান তোমার দয়াতেই বেঁচে
রয় উপভোগ করে খাদ্য ও পানীয়
এবং প্রয়োজনীয় অফুরন্ত অশেষ!