আল্লাহর সন্তোষ্টিতে সমৃদ্ধি

    

আল্লাহ তাআলা করেন রিযিকের উন্নতি
তিনি চাইলে করে দেন খাদ্যের অবনতি !

আল্লাহর উপরই সকলের রিযিকের ভার
পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টি তাঁর !

বেশী জন সংখ্যা সংকোচনের কারণ নয়
হেকমতের কারণে রিযিক কম বেশী হয়!

খোদা তাআলা কোন কারণে রিযিক দেন
কেবল তিনি জানেন কেন তা কেড়ে নেন।

আমরা মানব জাতি খোদাকেই ভয় করি
বাতিল বিশ্বাস ছেড়ে ঠিক পথ সবে ধরি।

বিশ্ব জগতের সদস্য যত ই হউক না বৃদ্ধি
আল্লাহ চাইলে সবার খাদ্য করেন সমৃদ্ধি !

আল্লাহ তাআলা কোরানে বলেছেন তিনি
খাদ্যের সমৃদ্ধিতে বিপর্যয় কর তো জানি!

যেই পরিমাণ ইচ্ছা সেই রকম নাযিল হয়
তাঁর বান্দা সম্পর্কে তো সম্যক জ্ঞান রয় !

আমাদের নবিজী (স.) করেছেন নির্দেশ
অধিক সন্তান প্রসবাকে বিয়ের আদেশ।

প্রেমময়ী বেশী সন্তান প্রসবাদের বিয়ে কর
আল্লাহর দয়া আরো সন্তোষ্টির পথ ধরো !

তোমাদের সংখ্যাধিক্য নিয়েই গর্ব করবো
অন্যান্য উম্মতের ওপর অহমিকা ধরবো !

খোদা সব মাখলুকের রিযিক করেন দান
যাদের চান করেন অঢেল অফুরন্ত প্রদান !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *