আশা নিয়ে চলো
ভোরের মতো রং দেখা যায়
আকাশে সূর্য ডোবার সময়
ক্ষণিকের জন্য মানুষ আশা
করে কাল আবারও সকাল
হবে এ আশার সঞ্চার পায়।
একটি বিশ্বাসই হলো আশা
যা মানুষকে এমন অর্জনের
দিকে নিয়ে যায় আশা আর
আত্মবিশ্বাস ছাড়া কিছুই যে
অসম্ভব যা সফলতার দিশা।
লক্ষ্য অর্জনে বড় ক্ষেত্র শক্তি
পৃথিবীতে আজ পর্যন্ত উন্নতি
হয়েছে যতো বা যারা তাদের
শক্তি সবচেয়ে বেশী গুরুত্বের
অবদান ইহাই হয় শ্রেষ্ঠ যুক্তি।
আশা নিয়েও পথ চলো বুকে
নিয়মিত পরিশ্রমও করে যাও
কখনো তো পড়বে না অভাবে
সাচ্ছন্দ্যভাবে জীবন যাত্রাতে
সকলকে নিয়েও থাকবে সুখে।