উতাল পাতাল
চলার পথে দেখিলাম গাড়িতে,
বসে আছে ছেলেটি অন্য সারিতে।
তাহাকে দেখিয়া হইলাম উৎসুক,
চেহারায় কিন্তু ছিলনা কুৎসিত ।
মন মানসিকতায় কতইবা ঠিক,
সময়ের তালে গুলে হয়তো বেটিক।
পরিধানে নতুন প্যান্ট ছিল তাহার,
হাঁটু দুইটি ছিড়া ফ্যাশনের বাহার।
আংকুরা জামাটির হইতে পারে বেশ দাম
আমি কহিলাম রে ছেলে! তোমার কি নাম ?
কৌতুহলী মনে বিনয়ী শুরে নাম বলিল তখন
নাম শুনিয়া অবাক হইয়া করিলাম নির্দেশ,
বাছাধন তুমি মুসলিম ! শুন আমার উপদেশ।
মূল্যবান বস্ত্র কিনেছ তুমি দিয়ে অনেক টাকা,
শরিয়ত মতে বৎস তোমার হয়নি ছতর ঢাকা।