উদ্দীপন
ব্যস্ততায় থাকে যারা
সময়ের গুরুত্ব দিলে
সফলকাম হবে তারা।
কাজ কর্ম কর যতো
কঠোর পরিশ্রম দ্বারা
উন্নতি লাভ হবে তত।
অত্যধিক উন্নতি হলে
প্রশান্তির আলোকেই
শতো উদ্দীপনা মিলে।
সঠিক নিয়মেই চলে
যত জটিলতা আছে
দূরে যাবে যার ফলে।
অসাধ্যও হবে সাধন
পরিশ্রমের জন্য এর
রয় না কোনো বাঁধন।
বাধা বিপত্তি দূরে যায়
আল্লাহ পাকের দয়ায়
অন্তরেতে শান্তি পায়!