উপেক্ষা করোনা
কখনো যায় নাতো যে মানুষ ছেড়ে
ভালোবাসা নিশ্চিত কখন না হেরে
তাকে যা উপেক্ষা করে যায় তেড়ে।
অল্প সময়ে বেশ আদর করে যারা
অবহেলা পেলে মন থেকে তাদের
মুছে ফেলতেই পারে সহজে তারা!
প্রকাশ করেন বেশি যদি চো মমতা
অবহেলা কত প্রকার তাহলে পেয়ে
যাবেন ব্যবহারে এর কত ই ক্ষমতা।
যে মানুষটা সব সময় ই খোঁজ নেয়
আপনাকে মিস করে তার বোধ হয়
মাঝে মাঝে ইচ্ছা থাকে সান্তনা দেয়।
কাউকে অবহেলা করা তো নয় ঠিক
উপেক্ষিতও হতে পারে উন্নত কখনো
আল্লার দয়ার ফলে হবে ইহাই সঠিক।