এগিয়ে চলো
সময়টি এসেছে এগিয়ে চলার
প্রত্যেকের সঠিক দায়িত্বভার
পালন করে অগ্রসর হতে হবে
কর্মের জন্য কাজ নেই বলার।
যার যতো দায়িত্ব পালন করো
সময়নিষ্ট কর্তব্য পরায়ণ হয়ে
যথাযথভাবে কাজ কর্ম করে
কল্যাণ ও মংগলের পথ ধরো।
হাত ঘুটিয়ে ই বসার সময় নয়
সমাজ দেশ ও জাতি উপকৃত
হবে যদি প্রতিটি দায়িত্ব ঠিক
সুন্দরভাবেও পালন করা হয়।
মোরা আশরাফুল মাখলুকাত
উপাসনা আরাধনা করলে তো
সৃষ্টিকর্তার সীমাহীন অনুগ্রহের
ফলে শান্তির হবে দিনাতিপাত!