ওদের রুখবে কে

রাত ১২টার পর হয়ে যায় তারিখ বদল
মানুষ বদলে যায় সুযোগ বুঝে যেখানে
থাকেনা তাদের সেখানে কোন আদল।

সুযোগ সন্ধানী বলে একটি কথা আছে
কথাটা শোভন নয় যা বললেই চোখের
সামনে বদলোকের চেহারা এসে মিশে।

আমাদের দেশে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে
এসব লোকের সংখ্যা রাজনৈতিক ক্ষেত্রে
বিশেষ করে এরা প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে।

রাজনীতি দেশের প্রধান যা চালিকা শক্তি
রাজনৈতিক আন্দোলনেরতো ফসল প্রিয়
মাতৃভূমির স্বাধীনতা আর ওরাও একশক্তি।

দেশের মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা
সাম্প্রতিক কালে রাজনীতির প্রতি দেশের
সাধারণ মানুষের আস্থা উঠে কমেছে আশা।

নির্বাচন রাজনীতির ঔজ্জ্বল্য প্রকাশ করে
জাতীয় নির্বাচন মানে উৎসব মুখর পরিবেশ
রাত জেগে মিছিল ও সমাবেশে রাস্তা ভরে।

পছন্দের প্রার্থীকে জয়ী করার প্রচেষ্টাই চলে
ভোটের মাঠে প্রার্থীর জন্য কথামালার লড়াই
আর ভোট শেষে সকলে মধুর সম্পর্কে মিলে।

জাতীয় নির্বাচনের ইহা একটি সাহস এবং শক্তি
এ নির্বাচন এখন অনেকটা ই ভীতিকর হয়েছে
চলে দলাদলি কথা কাটা কাটি আর তর্ক যুক্তি।

সারাদেশে নির্বাচনী সহিংসতায় কত মৃত্যু ঘটে
প্রতিপক্ষকে উস্কে দেওয়ার কাজটি মূলত যারা
করে তারা সুযোগ সন্ধানীদের ভূমিকায় ও বটে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *