কতো আলাঝালা !

সাপ্তাহিক ছুটি ছিল গতদিন শনিবার
আমন্ত্রিত অতিথি আমাদের বাসাতে
বেড়াতে আসবেন খবর জানার পরে
নাতনী সাজতে কত সময় লাগে তার।

কিছুক্ষণ পর পর সে জিজ্ঞেস করে
কখন আসবেন মেহমানগণ উৎসাহ
উদ্দীপনায় তার সময় অতিক্রম হয়
আর আনন্দ উল্লাসের সীমা না ধরে।

দাওয়াতি তার নানা নানু মামা খালা
অবশেষেই অনেক্ষণ প্রতিক্ষা করার
পরে আগমন হলে উল্লাস ফুর্তি খুশি
আনন্দ আরো রয় যতো আলাঝালা।

ছোট নাতনী প্রবাসে এক বৎসর হল
তার অবর্তমানে অনুষ্ঠান বেশ সুন্দর
কাটেনি তবে যা হয়েছে অধিক কিন্তু
সে না থাকায় অনেক খুশী কমে গেল!

দেশ বিদেশে আমরা যতো আছি যারা
সকলে মিলে সবার জন্যে প্রার্থনা করি
আল্লাহ তায়ালার অসীম কৃপায় যেনো
সুস্থ সবল আরো শান্তিতে থাকি মোরা!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *