কতো স্নেহ !
আমি যে তোমাকে কতো স্নেহ করি
তাইতো সুখে ও দু:খে একে অন্যকে
সমানভাবে ভাগাভাগির সুযোগ ধরি।
সারাটি জীবনভর রাখব সাথী করে
চেষ্টায় আছি সম্পর্ক গভীর রাখতে
একত্রে থাকতে পারবো জীবন ভরে।
আমাদের থাকবে ছোট্ট খেলার মাঠ
যেখানে বন্ধু বান্ধব তুমি আর আমি
একত্রে খেলা শেষে যাব পুকুর ঘাট।
সেথা হাত পা ও মুখ ধৌত করে সবে
কর মর্দন আরো বিদায়ী শুভেচ্ছাসহ
বাড়ির দিকেতে রওয়ানা দিবো তবে।
অবশেষে কেবলমাত্র তোমাকে নিয়ে
পায়ে হেঁটে গল্প গুজব করেই উভয়ে
কিছু সময় পর বাড়িতে পৌছব গিয়ে।
পরিশেষে একটু বিশ্রাম নিবো মোরা
নাস্তা করে পড়ার টেবিলে মনোযোগ
দিলে পড়া ও লেখা হয়ে যাবে সারা !