কলরব
রাত বাড়তেই হয় রাজধানী নীরব,
মানুষের সংখ্যা কমে নেই কলরব।
বিভিন্ন স্থানে শুধু দেখা যায় চোখে,
ফুটপাতে আছে কতই কষ্টে দুঃখে।
কেউবা একদম কোন বিছানা ছাড়া,
অনেকের আছে আবার ছেঁড়া ফাড়া।
গরীব দরিদ্র মানব হতভাগা যারা ,
অগনিত আছে যে বসত ভিটা হারা।
স্থান পেয়েছে অনেকে গাছের তলায়,
বহুলোক শুয়েছে পরিত্যক্ত চালায়।
দিনভর কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে ,
সুখ আরাম ছাড়া , স্থান গেছে লয়ে।
দালান কোটা কতই , অট্রালিকা বাড়ি,
ধন জন টাকা আর রঙ বেরঙের গাড়ি।
গরীব দরিদ্র দুঃখী যারা দীনহীন অনাথ,
টাকা কড়ি বিলিয়ে দিয়ে পাবেন জান্নাত।