কষ্ট সফল
ভূমিষ্টের পর মানব শিশু কত অসহায়,
মা বাবা আত্নীয় সজন একমাত্র সহায়।
ঘুম পাড়ানো খাবার গোসল মা করায়,
কান্নাকাটি করলেই মায়ের ঘাম ঝরায়।
কত আরাম আয়েসে থাকতে পারে সে,
চিন্তা ফিকির প্রতিনিয়ত করে থাকে যে।
দিন মাস বছর পেরিয়ে একটু বড় হয়,
হাঁটা চলা দৌড় ঝাপ করতে তখন রয়।
মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকে হোচট নি খায়,
পড়ে গিয়ে কখনো কি কোন ব্যথা পায়।
সময়ের বিবর্তনে কয়েক বছর ও যায়,
মসজিদ মাদ্রাসা স্কুলের দিকে সে ধায়।
শিশু বড় হয়ে লেখা পড়া যখন শেষ করে,
কষ্ট সফল হয় পরিবারের হাল যখন ধরে।