কৃষি ঐতিহ্যের দেশ
মহামারির টানা নির্দয় যুদ্ধ নিয়ে বিষণ্ন দুনিয়া
জলবায়ু বিপর্যয়ের সইতে হচ্ছে আঘাত প্রতি
পণ্যের দর ক্রেতার নাগালের বাইরে প্রতিদিন
যাচ্ছে চলে উদার বাদী নতুন এই করপোরেট
বাজারকে প্রশ্ন না করেই সকলে নেয় মানিয়া।
অশনি সংকেত দুর্ভিক্ষের ভাসছে চার ধারে
নিরাপদ উৎপাদন আরো সম বণ্টন একটাই
সমাধান প্রতিদিন যে দেশে বাহাদুরি উন্নয়ন
গিলে খাচ্ছে সব কৃষিজমি খাদ্য হয়ে উঠছে
বিষাক্ত পণ্য ভুক্তভোগী যা কষ্টে কাজ সারে।
এমন এক খাদ্যের কিনারায় দাঁড়িয়ে সেখানে
আমাদের মনোযোগী ও সক্রিয় হওয়া জরুরি
খাদ্য বিষয়েও আমরা খাদ্য উৎপাদনের নামে
যেসব নিদারুণ ঘটনা পূর্বে ঘটিয়েছি সেসব ই
বিশ্লেষণও একান্ত জরুরি হয়ে আছে এখানে।
পারিবারিক কৃষি ঐতিহ্যের দেশে নব প্রজন্ম
উচ্ছেদ হচ্ছে কৃষি থেকে এমনই এক সংকটে
কিন্তু নানাভাবে দেশের প্রতিজনকে তো নানা
জায়গা থেকে যুক্ত হওয়া খাদ্য ব্যবস্থার জন্য
জমিনগুলোকে চাঙায় উপকৃত হবে আজন্ম।